চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবা নিয়ে ধরা টেকনাফের কালু!

চট্টগ্রাম

চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ এক ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আলী হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ জুলাই) দিবাগত রাত একটার দিকে নগরীর কোতোয়ালীর মোড় ওমর আলী মার্কেটের আব্দুল মোমিনের চা-দোকানের সামনে থেকে ৫০ হাজার ইয়াবাসহ মোঃ কালু (৪৬) নামে এক ট্রাক চালককে গ্রেফতার করা হয় এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।

মোঃ কালু কক্সবাজার জেলার টেকনাফ থানার বাসিন্দা। তবে ট্রাকে থাকা হেল্পার পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালু স্বীকার করে যে, কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারি দামে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির জন্য চট্টগ্রাম এনেছিল।

আরও খবর