টেকনাফ প্রতিনিধি •
কক্সবাজারের টেকনাফে ২৩ হাজার ৬শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।
আটক ব্যক্তি উপজেলার হোয়াইক্যং ইউপির ঝিমংখালী এলাকার বাসিন্দা মৃত আবুল মঞ্জুরের ছেলে মো. হেলাল উদ্দিন।
মঙ্গলবার হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন খবরে র্যাব-১৫ এর আওতাধীন টেকনাফের হোয়াইক্যং সিপিসি-১ এর একটি আভিযানিক টিম হোয়াইক্যং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করে।
পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি মোতাবেক তার ঘরে তল্লাশি করে হলুদ রঙের বস্তা থেকে ২৩ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-