আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ২৪ হাজার ৫০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
১৭ জুলাই (সোমবার) রাত সাড়ে ১১টায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ৭ এর ব্লক—ডি/২ ও ডি/৪ ব্লকের মাঝামাঝি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১৮ জুলাই দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ক্যাম্প ৭ এর ব্লক—ডি/২ ও ডি/৪ ব্লকের মাঝামাঝি বাঁশের তৈরী ব্রিজের উপর হতে একজন রোহিঙ্গা ও আরেকজন বাঙ্গালী আসামীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রাম চন্দনাইশের পাটানদন্ডী এলাকার মৃত সোলাইমান গণির পুত্র নাজীম উদ্দিন (৩৬) ও ক্যাম্প-৭ এর ডি/১০ ব্লকের মৃত শুক্কুরের পুত্র মো. নুরুল আমিন (৩৫)। পরে তাদের নিকট থেকে ২৪ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
১৪ এপিবিএন-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ আরও বলেন, উদ্ধার ইয়াবা ও গ্রেপ্তারেরকৃত আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-