গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফের নাফ নদ দিয়ে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মালিকবিহীন ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা। তবে এ সময় জড়িত কোন মাদক পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
বিজিবির পাঠানো প্রেস বার্তায় দেখা যায়, ১৪ জুলাই (শুক্রবার) দিবাগত গভীর রাতে এবং ১৫ জুলাই (শনিবার) সকালে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া নাফ নদ সংলগ্ন আলুগোলা মৎস্য ঘের এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩ লাখ, ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
সূত্রে আরো জানা যায়, এই দুটি অভিযানে বিজিবি অভিযানিক দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৬ জন মাদক পাচারকারীর ফেলে যাওয়া পলিব্যাগ ও বস্তা থেকে বিজিবি সৈনিকরা ইয়াবাট চালান দুটি জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি আরো জানায়, এই দুটি অভিযান পরিচালনা করার সময় মাদক পাচারকারী দলের সদস্যরা সু-কৌশলে পালিয়ে যাওয়া কারনে কোন মাদক কারবারীকে আটক করতে পারেনি তারা।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ প্রেস বার্তার মাধ্যমে গণমাধ্যমকর্মিদের জানান, বিজিবি পৃথক দুটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২টি ইয়াবার চালান উদ্ধার করতে সক্ষম হয়। ইয়াবা গুলো পরবর্তিতে ধ্বংস করার জন্য ২ বিজিবি সদর দপ্তরে জমা রাখা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-