রোহিঙ্গা ক্যাম্পে পাচারের আগেই অস্ত্র ও গুলি সহ ধরা পড়লো দম্পতি!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

কক্সবাজার-টেকনাফ সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার সহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, টেকনাফগামী একটি বাস (স্পেশাল সার্ভিস) গাড়ি করে অস্ত্র নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল উখিয়ার বিভিন্ন স্পটে দীর্ঘ ৮ ঘন্টার বিশেষ অভিযান পরিচালনা করে পরিশেষে টেকনাফগামী সরাসরি স্পেশাল সার্ভিস বাসে (রেজিঃ নং-১১-০৩১৫) তল্লাশী চালিয়ে একটি ওয়ান শুটার গান এবং ৫০ রাউন্ড তাজা গুলিসহ এক দম্পতিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, রামুর ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত ফজল করিমের ছেলে আবদুল আজিজ (৬০) ও তার স্ত্রী রোকেয়া বেগমকে আটক করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের জন্য এনেছিল বলে স্বীকার করে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আরও খবর