ইমরান আল মাহমুদ:
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে সভাপতি, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজিম উদ্দিন সম্পাদক, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. সালাহ উদ্দিন যুগ্ন সম্পাদক ও বাংলা বিভাগের প্রভাষক মামুন উদ্দিন জুয়েল কে অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
গত ১ জুলাই নতুন কমিটি গঠন করা হয়। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান শিক্ষক পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটি তাদের দায়িত্বভার গ্রহণ করেন।
এদিকে, নবগঠিত কমিটির কার্যক্রম পরিচালনায় কলেজ প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করে দোয়া চেয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নতুন শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-