নিজস্ব প্রতিবেদক •
মানবতার মুক্তির শপথে, আমরা সবাই একসাথে এই শ্লোগানকে সামনে রেখে উখিয়ার কোটবাজারে কর্মরত ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের নিয়ে গঠিত (ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন) ফারিয়ায় সভায় নতুন ৮টি মুখ এনে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এ লক্ষ্যে ১২ জুলাই (বুধবার) সন্ধ্যায় কোটবাজার এন.আলম শপিং কমপ্লেক্সের ৩য় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নতুন ঘোষণা দেয়া ৮টি পদের মধ্যে সর্বসম্মতিক্রমে মো. মিজানুর রহমান (অপসোনিন ফার্মা) কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আবদুল আল আমিন (স্কয়ার ফার্মা), সহ-সভাপতি মো. মাসুদুর রহমান (শরিফ ফার্মা) ও আবদুল্লাহ আল আজিজ (র্যাংগস ফার্মা), যুগ্ন সাধারণ সম্পাদক মো. সাঈদুল করিম (নাভানা ফার্মা) সাংগঠনিক সম্পাদক মো. নুরুল বশর (কুমুদিনী ফার্মা), সহ সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম সম্রাট (মেডিকম ফার্মা), অর্থ সম্পাদক মো. রবিউল ইসলাম (ইউনিমেড ইউনি হেলথ ফার্মা)।
সভায় কোটবাজার মডেল ফারিয়ার সভাপতি মো. ছালেহ আহমেদ (নিপ্রো জেএমআই ফার্মা) এর সভাপতিত্বে অতিথি ছিলেন, কোটবাজার মডেল ফারিয়া’র উপদেষ্টা মন্ডলীর মো. ফরহাদ আল মামুন (ডিবিএল ফার্মা) , মো. আরিফুল ইসলাম (পপুলার ফার্মা) , মো. মনির হোসেন (এস কেএফ ফার্মা), মো. আব্বাস উদ্দিন (এভারেস্ট ফার্মা), আল মামুন (জিসকা), আবুল হোসেন (পপুলার ফার্মা)।
সভায়, অতিথিরা ফারিয়ার কার্যক্রমের বিভিন্ন দিক ও নির্দেশনা নিয়ে আলোচনা করেন এবং কোটবাজার মডেল ফারিয়াকে আরও শক্তিশালী ও সুসংগঠিত গঠনের জন্য বিষদ আলোচনা হয়।
পূর্নাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভায় কোটবাজার মডেল ফারিয়া’র সকল সদস্যরা অংশ নেন।
উল্লেখ্য, কোটবাজার মডেল ফারিয়ার নির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের প্রমোশন জনিত বিদায়ের কারণে পদটি কিছুদিন শূন্য ছিলো। তাই বর্তমান দক্ষ ও সফল সভাপতি মো. ছালেহ আহমেদ এর নেতৃত্বে কমিটির কার্যক্রমকে আরও বেগবান করতে সাধারণ সম্পাদকের শূন্য পদে সর্বসম্মতিক্রমে স্থলাভিষিক্ত হয়েছেন মিজানুর রহমান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-