উখিয়ায় ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেক বিতরণ

পলাশ বড়ুয়া •


কক্সবাজারের উখিয়ায় ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুণগত উন্নয়নমূলক কাজের জন্য চেক বিতরণ করা হয়েছে আজ।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আকতারের সভাপতিত্বে এসব বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি ও প্রধানশিক্ষকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

এ সময় তিনি বলেন, পৃথিবীর উন্নত দেশ গুলোতে শিক্ষকতা একটি মর্যাদা সম্পন্ন ও সম্মানজনক পেশা। শিক্ষকদের রাষ্ট্রিয় সম্মানের পাশাপাশি তাদের উচ্চতর স্কেলে বেতন দেওয়া হয়। আমাদের দেশে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা সেভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারিনি।

সরকারি ভাবে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের জন্য প্রতিবৎসর রুটিন কাজের জন্য অর্থ বরাদ্ধ দেওয়া হয়। এসএমসি যথাযথ ভাবে এসব অর্থ ব্যয় নির্বাহ করার আহবান জানান।

এসএমসি সভাপতিদের পক্ষে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। তিনি বলেন, প্রতিবৎসর যে পরিমাণ অর্থ বরাদ্ধ দেওয়া হয়, তা সঠিক ভাবে বাজেট প্রণয়নের মাধ্যমে ব্যয় করা হয়। এখানে অনিয়মের কোন সুযোগ নেই।

আরো বক্তব্য রাখেন, সহকারি শিক্ষা অফিসার মোকতার আহমদ।

শেষে, ৭টি বিদ্যালয়ে প্লেয়িং এক্সেসরিজ, ৪৭টিতে রুটিন সংস্কার এবং ৮টি বিদ্যালয়ে ওয়াশ ব্লক মেরামতের জন্য চেক বিতরণ করা হয়।

আরও খবর