গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফ থানা পুলিশ সদস্যরা অস্ত্রধারী তিন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের বেশ কয়েকটি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ডাকাতি করার প্রস্তুতিকালে এই তিন ডাকাতকে আটক করতে সক্ষম হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম আরো জানান, ১০ জুলাই (সোমবার) রাত ২ টার দিকে সাবরাং কুরাবুইজ্জ্যা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে-টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়া’র মৃত মোহাম্মদ আলী’র পুত্র আকতার হোছন (৪০),খানকার ডেইল এলাকার মৃত হাজী আমীর হামজার পুত্র মো. ইউনুছ (৫৮), চকরিয়া পৌরসভা পশ্চিম বাটাখালী এলাকার নবাব মিয়ার পুত্র মো. সোহেল (২৩)।
টেকনাফ সাবরাং তিনি বলেন, সাবরাং কুরাবুইজ্জ্যা পাড়া এলাকায় ১০/১২ জনের একটি ডাকাত দল দেশীয় তৈরী অস্ত্র-সস্ত্রসহ ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে উক্ত সংবাদের তথ্য অনুযায়ী টেকনাফ থানা পুলিশ এর দুটি দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় ১টি অস্ত্র, ১ রাউন্ড গুলি, ১টি লম্বা কিরিচ, ১টি রাম দা, ১টি চাকু,ও তিনটি লোহার রডসহ তাদের ধৃত করতে সক্ষম হয়।
এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি টমটম গাড়ীটিও জব্দ করা হয়। ধৃত তিন ডাকাত প্রাথমিকভাবে স্বীকার করেছে দীর্ঘদিন ধরে তারা ডাকাতি ও অপহরনের সাথে জড়িত।
তাদের বিরুদ্ধে টেকনাফ,কক্সবাজার,রামু, চকরিয়া ও ফেনী সদর থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-