ডেস্ক রিপোর্ট •
কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় শ্যালক ও দুলাভাইয়ের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাদের আরও এক বছর করে কারাগারে থাকতে হবে।
সোমবার (১০ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিদের আদালতে উপস্থিত করা হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়া এলাকার রমিজ উদ্দিন এবং চকরিয়া উপজেলার বদরখালী এলাকার ওয়াইজ উদ্দিন। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।
কক্সবাজার আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম রায়ের এসব তথ্য জানান।
মামলার নথির বরাতে তিনি জানান, ২০২১ সালের ৯ আগস্ট রাতে র্যাব-৭ চট্টগ্রামের একটি দল বাঁশখালী উপজেলায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দলটির সদস্যরা পেকুয়া উপজেলার পূর্ব উজানটিয়া এলাকার এক বাড়িতে পাচারের উদ্দেশ্যে ইয়াবার বড় একটি চালান মজুদ করেছে বলে জানতে পারে। পরে র্যাব সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে। তাদের উপস্থিতি টের পেয়ে তিন থেকে চারজন দৌড়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ১ লাখ ১১ হাজার ৯০০টি ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় পরদিন ১০ আগস্ট র্যাবের এক সদস্য বাদী হয়ে পেকুয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করেন।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর আদালত ২০২২ সালের ২৭ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সোমবার মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে আদালত এ রায় দেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-