কক্সবাজারে ছিনতাইয়ের ১৭ দিন পর টাকা-স্বর্ণসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই এর ঘটনায় টাকা ও স্বর্ণালংকারসহ চারজন আসামীকে আটক করে র‌্যাব-১৫ সদস্যরা।

আটককৃত আসামিরা হলেন, কক্সবাজার শহরের ঘোনা পাড়া এলাকার রমযান আলীর ছেলে জাহেদ (২৭), ঈদগাঁও সওদাগর পাড়া এলাকার নুর আলমের ছেলে মোঃ রাসেল (২৪), রামু রাজারকুল এলাকার খেতিস ধর এর ছেলে রবি ধর (৩৫), চৌফলদন্ডি মাইজ পাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে ফাহাদ (৩০)।

কক্সবাজার র‌্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী বলেন, গত ২৩ জুন বিকালের সময় শহরের বড়বাজার ও এ ছালাম মার্কেটে তরুলতা জুয়েলার্স এর জুয়েলারী ব্যবসায়ী মিশু দে এবং তার কারিগর সৌরভ ধর বেশ কিছু স্বর্ণালংকার বিক্রয়ের উদ্দেশ্যে ঈদগাঁও বাজার যায়। পরে অবিক্রিত স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রির নগদ টাকাসহ পুনরায় সিএনজি যোগে কক্সবাজারে ফেরত আসার সময় চৌফলদন্ডী ইউনিয়নের ঘোনারপাড়া বটতলী এলাকার নোমানিয়া মাদ্রাসার সামনে রাস্তার উপর পৌঁছালে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে ৩২ ভরি স্বর্ণ ও নগদ ১১ লক্ষ টাকা ছিনতাই করে।

উক্ত ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ৩ জনকে এজাহারনামীয় করে একটি মামলা দ করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশ হলে র‌্যাব ঘটনা সম্পর্কে অবগত হয় এবং ঘটনার সাথে জড়িত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

পরবর্তীতে র‌্যাব-১৫ এজাহারনামীয় ৩নং আসামী জাহেদকে গত ৯ জুলাই রাতে চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় একটি ভাড়া বাসা থেকে আটক করা হয়। তিনি বলেন, আটক জাহেদকে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন ঘটনার সাথে শাহেদ, জাহেদ, রাসেল, রবি, ফরহাদ জড়িত। তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব-১৫ এর একটি টিম কক্সবাজার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে রাসেল, রবি, ফরহাদ’কেও আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুকে লুণ্ঠিত নগদ ১ লাখ ১ হাজার টাকা ও ১৬.৪৭ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

তিনি আরোও বলেন, আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের অনুসরণ করে আসছিল এবং আসামী রবি ধর মূলত উক্ত ঘটনার তথ্য দাতা হিসেবে কাজ করেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের ঘটনাটি সংঘঠিত হয়। লুণ্ঠিত অবশিষ্ট স্বর্ণালংকার ও টাকাসহ এজাহারনামীয় ১নং আসামী মোঃ শাহেদকে আটকের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর