নিজস্ব প্রতিবেদক •
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান আজ উখিয়ার মধুরছাড়া ক্যাম্প ৪ এ অবস্থিত হোপ ফিল্ড হসপিটাল পরিদর্শন করেছেন।
এসময় হোপ ফাউন্ডেশন এর কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
হোপ ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার ও ফিল্ড হসপিটালের ইনচার্জ মোঃ শওকত আলী ও ফিল্ড কো-অর্ডিনেটর শাহনাজ বেগম তাকে হসপিটালের সার্বিক কার্যক্রমসমুহ ঘুরে দেখান।
হোপ ফাউন্ডেশন সুদূর অস্ট্রেলিয়া থেকে আগত ১৮ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ ডাক্তার সার্জনদের সমন্বয়ে একটি ফ্রি সার্জারি ক্যাম্প আজ থেকে আগামী পাঁচ দিনের জন্য আয়োজন করেছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এই সার্জারি ক্যাম্প ঘুরে দেখেন। এ সময় ক্যাম্প ইনচার্জ মো. সুজাউদ্দৌলাও উপস্থিত ছিলেন।
আরআরআরসি’র কমিশনার সবশেষে হোপ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নয় মাসব্যাপী হোপ মেডিকেল এইড কোর্সে অধ্যয়নরত রোহিঙ্গা নারীদের সাথে কথা বলেন এবং এই ধরনের কার্যক্রম চালু করায় হোপ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, হোপ ফাউন্ডেশন স্বাস্থ্য সেবার পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে একটি হোপ স্পোর্টস্ গ্রাউন্ড তৈরি করে এবং ক্যাম্পে স্বাস্থ্য সেবা প্রদানকারি হসপিটাল, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে এমনকি কমিউনিটিতে গুণগত সেবা প্রদান করার লক্ষ্যে এই মেডিকেল এইড ট্রেনিং চালু করে।
উক্ত প্রকল্প দুটির অনুমোদন প্রদান করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অফিস আর এজন্য হোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে কান্ট্রি ডিরেক্টর আরআরআরসি’র কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরিদর্শন সময়ে হোপ ফাউন্ডেশনের ফিল্ড কো-অর্ডিনেটর শাহনাজ বেগম, দিলীপ কুমার শিকদার, ডাক্তার নুর ইসলাম, আদনান মাহমুদ, খোরশেদ আলম, ইসতিয়াক আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত; কক্সবাজারের কৃতি সন্তান ডাক্তার ইফতিখার মাহমুদ ১৯৯৯ সালে হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ নামক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ফাউন্ডেশনটি অসহায় দরিদ্র মা ও শিশু স্বাস্থ্য সেবায় নিয়োজিত আছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-