উখিয়ায় দিন দিন বাড়ছে জমি দখলের ঘটনা

হুমায়ুন কবির জুশান, উখিয়া :


উখিয়ায় দিন দিন জমি দখলের ঘটনা বাড়ছে।এতে রক্তক্ষয়ী সংঘর্ষের পাশাপাশি আইন-শৃঙ্খলার অবনতিসহ সামাজিক দূরত্ব বা আত্নীয়তার সমপর্কের অবনতি ঘটছে। যাদের কোনো সত্ত দখল নেই, তারাও জমির মালিকানা দাবি করে অযথা বিবাদে জড়াচ্ছে।

আবার কেউ কেউ বাড়াটে সন্ত্রাসীদের দিয়ে জমি দখলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমির মূল্য বৃদ্ধিতে মানুষের লোভও বেড়ে গেছে।

মাষ্টার শাহজাহান বলেছেন, পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত আমাদের দীর্ঘকালের সত্ত দখলীয় জমি আছে উখিয়া পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন। সেখানে রাস্তার পাশে দোকান-ঘর ও পুকুর রয়েছে। কিছুদিন পূর্ব হতে একটি পক্ষ ভূমি জোর দখলের পায়তারা করছে।

তারই ধারাবাহিকতায় গত ৯ জুলাই দুপুরে ১০/১২ জন দুর্দান্ত হাঙ্গামাপ্রিয় লোক জমি দখলের পায়তারা করে। ওই সময় ঘনাস্থল থেকে জরুরি সেবা ৯৯৯-এ কল করি। সাথে সাথে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকার এবং আইনগত পরামর্শ দেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানায় গিয়ে অভিযুক্ত ব্যাক্তিদের বিরুদে অভিযোগ দায়ের করি।

নুর আহমদের ছেলে সাইফুল ইসলাম বলেন, তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে আসায় জমি দখলে নিতে ব্যর্থ হয়ে আমাদের পরিবারের সকলকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।

এই ব্যাপারে উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, কেউ অন্যের জমি জোর পূর্বক দখলে নিতে পারবেনা। দলিল ও কাগজপত্র ঠিক থাকলে জায়গা হবে তার। পুলিশ মানুষের জান-মাল রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে।

আরও খবর