রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরসার শীর্ষ নেতা নিহত

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে বন্দুকযুদ্ধে হুসেন মাঝি নামে সন্ত্রাসী গোষ্ঠী আরসার এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ওয়াকিটকি, মোবাইল, একাধিক মোবাইলের সিম উদ্ধার হয়েছে।

১৪ এপিবিএন এর আওতাধীন ক্যাম্প ১৭তে আরসা সন্ত্রাসী গোষ্ঠী এবং পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

নিহত হুসেন প্রকাশ (কাইসার/দাওয়াত) রোহিঙ্গা ক্যাম্প ১৭ এলাকার সি ব্লকের এইচ/৭৯ ব্লকের তাজুল আহমদ প্রকাশ মইজ্ঞার পুত্র। তিনি হুসেন মাঝি হিসেবে পরিচিত।

সোমবার (১০ জুলাই) ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে কক্সবাজার জার্নালকে জানিয়েছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।

তিনি জানান, হোসেন মাঝি আরসার শীর্ষ কমান্ডার। তার নেতৃত্বে পাঁচটি ক্যাম্প পরিচালিত হয়। সোমবার ভোরে ৮ নাম্বার ক্যাম্পে নিয়মিত অভিযান চালানোর সময় হঠাৎ খবর আসে ক্যাম্প ১৭ তে আরসা সন্ত্রাসীরা হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে গেলে অতর্কিত গুলি চালায় এপিবিএনের ওপর। পরে এপিবিএনও পাল্টা গুলি ছুঁড়ে। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

(অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ আরও জানান, নিহত হুসেন মাঝি একাধিক হত্যা মামলার আসামি। সন্ত্রাসীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী কক্সবাজার জার্নালকে বলেন, ক্যাম্প-১৭-এ আরসা ও এপিবিএন সদস্যদের গোলাগুলি ঘটে। আরসার এক কমান্ডার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে আমরা মরদেহের সুরতহাল করি। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

গেলো শুক্রবার সকালে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাঁচজন আরসা সন্ত্রাসী নিহত হন। একইদিন সন্ধ্যায় পাহাড়ি ঢালুতে মিলেছে আরও এক রোহিঙ্গার গলাকাটা মরদেহ। এর তিনদিনের মাথায় এবার পুলিশের সঙ্গে গোলাগুলি ও হুসেন মাঝি নিহতের ঘটনা ঘটলো।

আরও খবর