টেকনাফে নাফ নদীতে মিলল তরুণের মরদেহ

টেকনাফ অফিস •

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদী থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন নাফ নদীতে মরদেহটি পাওয়া যায় বলে টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম জানান।

নিহত আমান উল্লাহ (২২) ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মনিরঘোনা গ্রামের ঠাণ্ডা মিয়ার ছেলে।

ঠাণ্ডা মিয়া বলেন, “আমান সকাল ৭টার দিকে জাল নিয়ে নাফ নদীতে মাছ শিকারের বের হয়েছিল। দু’ঘণ্টা পরে খবর আসে সে নদীতে ডুবে গেছে।“

ওসি আব্দুল হালিম বলেন, দুপুরের দিকে হোয়াইক্যং সংলগ্ন নাফনদী থেকে নৌ-পুলিশ ও বিজিবির সহায়তায় আমান উল্লাহর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, “প্রাথমিক সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।” তবে অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও খবর