ডেস্ক রিপোর্ট •
বান্ধুবীকে নিয়ে ছাদে টিকটক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমা জন্নাত নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গেল শনিবার কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দেশের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
সাইমা জান্নাত ওই এলাকার আলী হায়দারের মেয়ে। সে রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বলেন, স্কুল বন্ধ থাকায় শনিবার সকালে এক বান্ধবীকে সাথে নিয়ে পাশের একটি ছাদে টিকটক করতে যায় সাইমা। সেখানে হাত নাড়াতে গিয়ে ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালনের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। খবর পেয়ে লোকজন উঠে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-