কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হলেন মহসিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক •

জুন মাসের পুরস্কার
জুন মাসের পুরস্কার

তামিলে বিশেষ অবদান রাখায় কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন উখিয়া থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মহসিন চৌধুরী।

বৃহস্পতিবার (৬ জুলাই) কক্সবাজার জেলা পুলিশ সুপার কর্তৃক আয়োজিত জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জুন মাসে ১২টি সাজা ও অন্যান্য ওয়ারেন্ট সহ ২৫টি পরোয়ানা তামিল/নিষ্পত্তি সহ সামগ্রিক মূল্যায়নে তিনি নির্বাচিত হন।

জেলা পুলিশের কার্যালয় হতে সম্মাননা পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদগ্রহণ করছেন এসআই মহসিন চৌধুরী।

এ বিষয়ে এসআই মহসিন চৌধুরী মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করে বলেন, আমার শ্রদ্ধেয় পিতা-মাতা, কক্সবাজার জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল), উখিয়া থানার অফিসার ইনচার্জ ও তদন্ত কর্মকর্তাসহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সকলের ভালোবাসা নিয়ে নব উদ্যমে আরও ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করতে দোয়া এবং আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

এদিকে, উখিয়ার সচেতন সমাজ বলছেন, এসআই মহসিন চৌধুরী একজন কর্মঠ, সৎ এবং সাহসী পুলিশ অফিসার।

আরও খবর