রোহিঙ্গা ক্যাম্পে নির্যাতনের তথ্য সংগ্রহকালে মাঝিকে ছুরিকাঘাতে হত্যা!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সাব মাঝি এবাদুল্লাহ (৩৫)কে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে উখিয়ার কুতুপালংয়ের ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/৯ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত এবাদুল্লাহ ওই ব্লকের লাল মোহাম্মদের পুত্র।

জানা যায়, রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমারে তাদের ওপর চালানো নির্যাতনের তথ্য সংগ্রহ করছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ জুলাই) আদালতের প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে প্রতিনিধিরা রোহিঙ্গা ক্যাম্পে তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় ক্যাম্পটির একটি ব্লকের উপ-প্রধান বা সাব মাঝি এবাদুল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সন্ত্রাসীরা ছুরিকাঘাতে এবাদুল্লাহকে হত্যা করে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও খবর