কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে সাংবাদিক জসিম উদ্দিনের ফ্ল্যাট বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ফ্ল্যাটের আলমারি ও সুকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার সদর মডের থানার এসআই সোহেল পৌরসভার আলীরজাঁহাল এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখনো পর্যন্ত চুরি হওয়া কোনো মালামাল উদ্ধার করতে পারেনি তারা।
জসিস উদ্দিন দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি ও কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সদস্য।
ভুক্তভোগী জসিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে আলীরজাঁহাল এলাকার একটি বহুতল ভবনের পাঁচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। বাসায় তালা দিয়ে গত ঈদুল আযহার আগের দিন দুপুরে স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি গ্রামের বাড়িতে ঈদ করতে যান। মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে তারা বাসায় ফিরেন। বাসায় ঢুকে শয়নকক্ষের পাশের বেলখনির গ্রিল ভাঙা ও স্টিলের আলমিরা ভাঙা দেখেন। ওই কক্ষে থাকা জামা-কাপড়সহ অন্যান্য আসবাবপত্রও ছড়িয়ে ছিটিয়ে ছিল। বিভিন্ন কক্ষে থাকা আলমারি, সুকেস ও ওয়্যারড্রোবসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
জসিম উদ্দিন বলেন, ঈদ করতে গ্রামের বাড়ি যাওয়ার কারণে আমরা বাসায় ছিলাম না। এই সময়ে চোরের দল ঘটনাটি ঘটিয়েছে। স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে তারা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চোরদের শনাক্তের জন্য কাজ করছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-