উখিয়ার ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা গ্রেফতার

ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা। গ্রেফতার রোহিঙ্গা মাহবুবুর রহমান ক্যাম্প-৮ ইষ্টের বি-১৩ ব্লকের আশ্রিত বলে জানা যায়।

মঙ্গলবার(৪ জুলাই) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করেন ৮এপিবিএন অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) আমির জাফর। তিনি বলেন,” গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ইষ্টে অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ মাহবুবুর রহমান নামের এক রোহিঙ্গা কে তার নিজ বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

আরও খবর