টেকনাফ অফিস •
টেকনাফের বাহারছড়ায় বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় আফনান (৩) নামে এক শিশু নিহত হয়েছে।
নিহত আফনার বাহারছড়ার স্থানীয় জাহাজপুরা এলাকার মালয়েশিয়া প্রবাসী আক্তার হোসেনের ছেলে।
রবিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে শামলাপুর গণস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন দক্ষিণ পাশে এলজিইডি সড়কে এই ঘটনা ঘটে।
ইজি বাইকটি চালাচ্ছিল ১২ বছর বয়সী আরেক শিশু চালক। চালকের অদক্ষতার কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে নিহত শিশুর স্বজনরা অভিযোগ করেন। ঘাতক ইজিবাইকের মালিক বাহারছড়া-হোয়াইক্যাং ঢালারমুখ এলাকার নুরনবী। দীর্ঘদিন ধরে তিনি শিশু চালকের মাধ্যমে টমটম চালিয়ে আসছেন।
এই ঘটনায় নিহত শিশু আফনানের নানা ও দাদার পরিবারে ঈদের আনন্দের পরিবর্তে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে পুত্রকে হারিয়ে বাকরুদ্ধ মা।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মছিউর রহমান জানান, শিশু আফনানকে চাপা দেওয়া ইজিবাইকটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-