উখিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল আটক

কক্সবাজার জার্নাল প্রতিবেদক •

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া এলাকা থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামালকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়। আটক কামাল উদ্দিন ইনানীর নিদানীয়া এলাকার সৈয়দ আকবরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইনানী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রেজাউল তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং : সি আর ২০৩/০৭।

তিনি আরও জানান, আটক কামাল নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

তাকে রাতে আটকের পর সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর