রোহিঙ্গা ক্যাম্প থেকে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে গাঁজা ও ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

১লা জুলাই (শনিবার) আড়াইটার দিকে ৮ এপিবিএনের সদস্যরা এই অভিযান চালায়।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মোঃ ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ অভিযান পরিচালনা করে থাইংখালী ১৩নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ৫টি প্যাকেটে কসটেপ দিয়ে মোড়ানো ২.৫ কেজি গাঁজা ও ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এইসময় ওই ক্যাম্পের এ/১ ব্লকের নুরুল আমিনের স্ত্রী সেতারা বেগম (৩১)কে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা ও ইয়াবার মূল্য প্রায় ৮৪ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল এর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।

আরও খবর