টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

টেকনাফ অফিস •

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ জুনায়েদ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জুনায়েদ হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নাটমুরা পাড়ার বাসিন্দা নুরুল ইসলাম। সে হ্নীলা সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

নিহতের চাচা মোহাম্মদ আমির জানান, শনিবার সকালে নাফ নদীর পাড়ে বন্ধুদের সাথে ফুটবল খেলে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ জুনায়েদ। পথিমধ্যে চৌধুরী পাড়া ব্রিজের আগে বিদ্যুতের খুঁটির সাথে লাগানো আর্থিং তার ধরে রাস্তা পার হওয়ায় সময় জুনায়েদ বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে স্থানীয় আইওএম হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও খবর