কোরবানিতে গরুর বদলে ছাগল, গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রাম: শ্বশুরবাড়িতে কোরবানির গরু না পাঠিয়ে ছাগল পাঠানোর জের ধরে অপমানে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৩০ জুন) সকালে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সৈয়দ পাড়ার এলাকার বাঁচা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

গৃহবধূ সুমি আক্তার (২০) উপজেলার ৪ নম্বর গুমানমর্দ্দন ইউনিয়নের পেশকারহাট এলাকার আশরাফ আলী মুন্সি বাড়ির মো. সিরাজ মিয়ার মেয়ে। ১১ মাস আগে তার বিয়ে হয় মির্জাপুর ইউনিয়নের সৈয়দ পাড়ার এলাকার তাজুল ইসলামের সাথে। তাজুল ইসলাম প্রবাসী।

পুলিশ সূত্রে জানা যায়, কোরবানির ঈদে বাবার বাড়ি থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গরু দেওয়ার জন্য সুমিকে চাপ দেয়।

কিন্তু কোরবানির আগের দিন গরু না পাঠিয়ে ছাগল পাঠানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে শ্বশুরবাড়ির লোকজন তাকে অপমান করে।
শুক্রবার সকালে শয়নকক্ষে সুমির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে- সুমি আক্তার আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আরও খবর