টেকনাফ অফিস •
কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে অজ্ঞাতপরিচয় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১জুলাই) সকালে উপজেলার কেরুনতলী সংলগ্ন পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানা পুলিশের পরিদর্শক নাছির উদ্দীন মজুমদার।
তিনি জানান, পুলিশের একটি দল কেরনতলী সংলগ্ন পাহাড়ের ভেতর থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিক মৃতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-