হুময়ুন কবির জুশান,উখিয়া •
জামায়াতের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল ও চট্রগ্রাম মহানগর আমীর মুহাম্মদ শাহজাহান বলেছেন, জামায়াতে ইসলামীর নেতাদের ফাঁসির রশিতে ঝুলানোর সময় এই সংগঠন সমঝোতার পথে, আতাতের পথে হাটেনি। গণবিচ্ছিন্ন এই আওয়ামী লীগের সাথে এখন কেন আমাদের আতাত করতে হবে? তাদের এখন শেষ অবস্থা। আমাদেরকে তারা কি দিবে। ইসলামী আন্দোলনের কর্মীদের কাছে এটি অত্যন্ত পরিস্কার থাকতে হবে।
আমাদের বিরুদ্ধে যত ধরনের অপ-প্রচার তারা অতীতে করেছে কিনা। এখন কী বন্ধ রাখবে? এ রকম আরো অনেক কথা (অপবাদ) সামনের দিনগুলোতে আপনাদের কাছে পোঁছানো হবে আল্লাহর দ্বীনের দুশমনদের পক্ষ থেকে।
আমি পরিস্কার বলতে চাই, বর্তমান এই সরকার পতনের জন্য অপেক্ষা করছে। বিদায়ের জন্য অপেক্ষা করছে। এই সরকার বাংলাদেশের যে ক্ষতি করেছে, ইসলামের যে ক্ষতি করেছে, এই দেশের অর্থনীতির যে ক্ষতি করেছে, বাংলাদেশকে যে আজকে তছনছ করে ফেলেছে। এই অবস্থা থেকে দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগের কবল থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে অবশ্যই কেয়ারটেকার সরকার, দল নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন আদায় করতে হবে। দিনের ভোট যাতে রাতে না হয়, যারা দীর্ঘকাল ভোট দিতে পারেনি সেই নতুন প্রজন্ম এবার ভোট দিয়ে পরিবর্তনের অপেক্ষায় আছে।
সেই পরিবেশ আমরা তৈরি করে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী অংশ গ্রহণ করবে। সরকার বিদায় নিতে বাধ্য হবে। সেই পরিবেশ দেশের ভেতরে বাহিরে তৈরি হয়ে গেছে। সরকার অবশ্যই বিদায় নিবে এটি সময়ের অপেক্ষা মাত্র। স্বৈরাচারের বাংলাদেশ পৈত্রলিকতার বাংলাদেশ থেকে আমাদের এই প্রিয় জন্মভূমিকে আমরা গণতন্ত্রের বাংলাদেশ ও ইসলামী মূল্যবোধের বাংলাদেশের দিকে ফিরাবার জন্যে যত কোরবানি ত্যাগ প্রয়োজন তা আমরা ঢেলে দেব।
আওয়ামীলীগ জামায়াতে ইসলামীকে মানুষের কাছে ঘৃণার পাত্র বানাতে চেয়েছিল। বর্তমানে সেই জামায়াতে ইসলামীর আন্দোলনকে বাংলাদেশের মানুষ অতীতের সকল সময়ের তুলনায় হ্নদয় থেকে ভালোবাসে।
গত (৩০ জুন) শুক্রবার উখিয়ায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষি্ঠত সভয় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আমীর নুর আহমদ আনোয়ারী, কক্সবাজার জেলা সেক্রেটারী জাহেদুল ইসলাম, টেকনাফ উপজেলা আমীর নুর হোসাইন সিদ্দিকী, উখিয়া উপজেলা সেক্রেটারী সোলতান আহমেদ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-