নিজস্ব প্রতিবেদক, উখিয়া •
উখিয়ায় অবৈধভাবে ভাতিজাদের জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। এমন কি হামলা চালিয়ে ওই জমিতে থাকা বিভিন্ন ধরনের গাছপালা কেটে ফেলারও অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ জুন) ওই ঘটনায় ২ জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাইফুল ইসলাম। এর আগে সোমবার রাতের আঁধারে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন, হরিণমারা এলাকার মৃত আবদুল বারীর পুত্র ইউসুফ আলী ও তার পুত্র আমান উল্লাহ।
ভুক্তভোগী সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, তার পিতার মৃত্যুর পূর্ববর্তী সময়ে তাদেরকে জমি-জমা বুঝিয়ে দেওয়ার পরবর্তী সময়ে সেখানে সুপারি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। কিন্তু তার পিতা মৃত্যুর পর ওই জায়গায় লোলুপ দৃষ্টি পড়ে তার চাচা ইউসুফ আলীর। এরপর থেকে ওই জায়গা দখলে নিতে বিভিন্ন সময় হুমকি দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় ২৬ জুন সোমবার রাতের আঁধারে গাছ কেটে ফেলে বাগানের ঘেরা-বেড়া নষ্ট করে ফেলে। তাই এ ব্যাপারে নিরুপায় হয়ে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
তিনি বলেন, নিজের পৈত্রিক ভূমিতে গাছ লাগালেও প্রতিহিংসা রাতের আঁধারে গাছ কাটায় এবং জমি দখলের চেষ্টা করায় শঙ্কার মধ্যে রয়েছি। আজ গাছ কাটছে অন্যদিন আরও বড় ঘটনা ঘটাতে পারে এমন ভয়ে পরিবার পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।
রাতের আঁধারে তার বাগানের একাধিক গাছ কেটে ফেলায় এবং জমি দখলের চেষ্টার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি ও বিচারের দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘সোমবার সকালে জমির গাছপালা কেটে জমি দখলের চেষ্টা সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-