আবাসিক এলাকায় অসামাজিক কাজ, ৬ নারী-পুরুষ গ্রেপ্তার

চট্টগ্রাম •

চট্টগ্রামের হালিশহর এলাকায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ছয়জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গত শুক্রবার (২৩ জুন) কর্ণফুলী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. রুবেল, জয় ঘোষ, নাসরিন বেগম মণি, জেসমিন আক্তার, নাইমা জান্নাত ও সাবিনা আক্তার।

নগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম-বন্দর) জোনের পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরের হালিশহর কর্ণফুলী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ছয়জনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা রুজু হয়েছে।

আরও খবর