পেকুয়া প্রতিনিধি •
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা বাজার সংলগ্ন এলাকা থেকে ১২২৫ পিস ইয়াবাসহ দুজন কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,জেলার টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকার মোজাম্মেল প্রকাশ মোয়াজ্জেম হোসেনের ছেলে মোশাররফ হোসেন (৩৮) ও রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দখালী এলাকার মৃত কালামিয়ার ছেলে মোস্তফা কামাল (৩৯)।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন,উপপরিদর্শক (এসআই) হেশাম উদ্দিনের নেতৃত্বে ধনিয়াকাটা বাজারের উত্তরপাশে সততা নার্সারী সংলগ্ন জায়গায় নিয়মিত চেকপোস্ট চলাকালীন সময় একটি সিএনজি অটোরিকশা থানায় পুলিশ।
এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে ১২২৫ পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
তিনি বলেন,আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা (মামলা নং-১৬/২৩) রুজু কর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-