আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৩ হাজার ৫শ ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) আনুমানিক রাত ১১টার দিকে কক্সবাজার পৌরসভার সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি হলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের শীলেরছড়া এলাকার মৃত গুরা মিয়ার পুত্র নুরুল ইসলাম (৩০)।
অভিযানে নেতৃত্বদানকারী ডিবির উপপরিদর্শক (এসআই) সুজন কান্তি বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫শ ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-