আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ায় নারী নির্যাতন মামলায় ২ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ঈসমাইল (২৯) কে আটক করেছে পুলিশ।
আটক মো. ঈসমাইল (২৯) উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের সাবেক রুমখাঁ গ্রামের নুরুল আলমের ছেলে।
২০১৯ সালে নারী নির্যাতনের অভিযোগে ঈসমাইলে বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। যার মামলা নং: ৪৪৯/১৯। পরে এই মামলায় তাকে ২ বছরের সাজা দেন আদালত।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে রুমখাঁ বড়বিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, উখিয়া থানা পুলিশের এসআই মোঃ মহসীন চৌধুরী, এএসআই সোহরাব তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।
তিনি আরও বলেন, আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-