ঘুমধুমে ইয়াবাসহ টেকনাফের যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক •

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ২ হাজার পিচ ইয়াবা সহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার ১৯জুন বিকেল ২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই পাভেল মল্লিক সঙ্গীয় ফোর্সসহ ঘুমধুম ইউপিস্হ ৫নং ওয়ার্ডের টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে সন্দেহজনক এক যুবককে তল্লাশি করে এসব ইয়াবা পাওয়া যায়।

আটক যুবক রিয়াজ (২২) টেকনাফ থানার ৫ নং ওয়ার্ড হ্নীলা পশ্চিম সিকদার পাড়া মোঃ ফোরকানের পুত্র।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানা যায়।

সুত্রে জানাযায়, নাইক্ষ‍্যংছড়ি উপজেলার সব চেয়ে বেশি মাদক উদ্ধার হচ্ছে ঘুমধুম এলাকা হতে, পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে স্থানীয় বেশ কিছু চোরাচালান সিন্ডিকেটের সদস্যরা সীমান্তর কিছু দূর্গম এলাকার দিয়ে মাদক বাংলাদেশের ভিতরে এনে ছড়িয়ে দিচ্ছে দেশের বিভিন্ন জায়গাতে।

তবে স্থানীয় প্রশাসন অবৈধভাবে আসা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।

আরও খবর