গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফ ২ বিজিবি সদস্যরা নাফ নদীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ৩ কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে।
এসময় এক মাদক পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় বিজিবি। ধৃত ব্যাক্তি হচ্ছে-নুরুন্নবী।
সে মিয়ানমার মংডু সুদাপাড়া এলাকার মৃত জহির আহাম্মদ’র পুত্র।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন, ২ বিজিবির চৌকষ অধিনায়ক লে.কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ(বিজিবিএমএস)।
প্রেস বার্তার মাধ্যমে তিনি জানান, ২০ জুন (মঙ্গলবার) সকালে গোপন সংবাদে বিজিবি জানতে পারে, সাবরাং ইউপি সংলগ্ন নাফ নদীর সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান প্রবেশ করবে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ি সাবরাং বিওপিতে কর্মরত বিজিবির একটি অভিযানিক দল নাফ নদীর উপকুলে অবস্থান নেয়। এরপর নদীর সাথে সংযুক্ত জিন্নাহ খাল এলাকায় একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহ হলে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে দ্রুত নৌকাটির দিকে অগ্রসর হয়। এসময় নৌকায় থাকা বেশ কয়েকজন পাচারকারী বিজিবি সদস্যদের দেখে রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে নৌকা থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে। অন্যরা পালিয়ে গেলেও অভিযানিক দল নৌকাসহ একজনকে আটক করে। এরপর ধৃত ব্যাক্তির স্বীকারোক্তি মোতাবেক নৌকার ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩ কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মাদকের চালানসহ ধৃত মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-