চট্টগ্রাম •
ফেনীতে রুটি বানানোর পিড়িতে ফাঁকা জায়গা তৈরি করে ইয়াবা পাচারের সময় দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রবিবার (১৮ জুন) ফেনীর রামপুর এলাকা থেকে ১০ হাজার ৩৭৫টি ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- কক্সবাজার টেকনাফের উত্তর নয়াপাড়ার মো. ইব্রাহিমের স্ত্রী মনোয়ারা বেগম (২৪) ও পানখালীর নূর ইসলামের ছেলে শাহাব উদ্দিন (২৩)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, তারা কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ইয়াবা নিয়ে সেগুলো বিভিন্ন জেলায় বিক্রি করতো। রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩১ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-