উখিয়ায় ১৬ হাজার ইয়াবা ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :


কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রত্নাপালংয়ের ভালুকিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশের চৌকস আভিযানিক দল ভালুকিয়া এলাকায় অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা একটি পুটলা জঙ্গলে ফেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া পুটলা তল্লাশী করে দুইটি দেশীয় অস্ত্র ও ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইটি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর