কক্সবাজার জার্নাল প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব মরিচ্যা এলাকা থেকে ২১ হাজার ৮শ ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৯ জুন) বিকালে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতি. পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার রাত ১২ টার দিকে উখিয়া থানাধীন হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়া পালং এলাকার মৃত রশিদের ছেলে মো. ইউনুস (৩৪) ও হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকার মৃত সেহের আলীর ছেলে মো. তাজ উদ্দীন (৩১)।
অতি. পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মরিচ্যা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই মাদককারবারিকে গেপ্তার করা হয়। তাদের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে তাদের হেফাজতে থাকা ২১ হাজার ৮শ ইয়াবা উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত মাদক সহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কারবারিরা জানায়, তারা পরস্পরে যোগসাজসে দীর্ঘদিন বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-