টেকনাফে শপিং ব্যাগে মিলল ২ লাখ ইয়াবা: মাদক কারবারী মোনাফ আটক

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •

টেকনাফে ব্যাগভর্তী দুই লাখ ইয়াবার চালান উদ্ধার করেছে টেকনাফে কর্মরত ডিএনসি সদস্যরা।

এসময় আব্দুল মোনাফ নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

আটক কারবারী হচ্ছে, অত্র উপজেলা হ্নীলা ইউনিয়ন ওয়াব্রাং এলাকার বদি আলমের পুত্র।

১৮ জুন (রবিবার) সকাল ১১টার দিকে হ্নীলা মৌলভীবাজার এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সত্যতা নিশ্চিত করে টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, হ্নীলা মৌলভীবাজার এলাকায় ইয়াবার একটি বড় চালান ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় আব্দুল মোনাফসহ তিন ব্যক্তি একটি শপিং ব্যাগ হাতে বাজারের দিকে আসলে তাকে সন্দেহজনকভাবে আটক করা হয়।

পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। অভিযানে তার দুই সহযোগী পালিয়ে যায়।

মো.সিরাজুল মোস্তফা (মুকুল) আরো জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী এ অভিযানটি পরিচালিত হয়।

উদ্ধারকৃত ইয়াবার চালানটির সাথে কারা কারা জড়িত উক্ত সঠিক তদন্তের মাধ্যমে বের করা হবে।

ধৃত মাদক কারববারীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে । উক্ত মামলাটি তদন্ত করবেন মাদকদ্রব্য অফিসে কর্মরত সদস মামলার বাদী।

আরও খবর