আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ায় মাদক কারবারি ও মাদক মামলায় ৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই রোহিঙ্গা আসামিকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
রোববার (১৮ জুন) দুপুরে উপজেলার বালুখালী কাস্টমস ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশের এসআই মোঃ মহসীন চৌধুরী, এসআই মোবারক, এএসআই সোহরাব ও এএসআই বিকাশ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুতুপালং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-২ ইস্ট এ/১ ব্লকের মৃত জাহিদ হোসেনের পুত্র ঈমান হোসেন ও তার স্ত্রী নুর বানু। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মাদক মামলা নং জিআর- ২২/১৯। ওই মামলায় ঈমান হোসেনের বিরুদ্ধে ৫ বছর এবং তার স্ত্রী নুর বানুর ৩ বছরের দেওয়া হয়। তারা দীর্ঘদিন আত্মগোপনে থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বিভিন্ন সময় তাকে আটক করতে পুলিশ অভিযান চালায়। কিন্তু তারা গা-ঢাকা দিয়ে দিয়ে থাকত।
ওসি আরও জানান, আটক আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-