টেকনাফে ঝুঁকিপূর্ণ সড়কে মিনিবাস-সিএনজির সংঘর্ষ: নিহত ১, আহত-২

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফের উড়নি নামক ঝুঁকিপুর্ণ সড়কে যাত্রীবাহি মিনিবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও ২ জন আহত হয়েছে।

১৮ জুন (রবিবার) বিকাল সাড়ে তিনটার দিকে টেকনাফ সদর ইউপি বড়ইতলী এলাকা সংলগ্ন উক্ত দূর্ঘটনাটি সংঘটিত হয়।

নিহত যুবক হচ্ছে, মো.সালাউদ্দিন সে টেকনাফ সদর ইউপি ৯নং ওয়ার্ড কেরুনতলী এলাকার মৃত আলী আকবর’র পুত্র।

সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

তিনি জানান,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে নিহত যুবকের লাশটি উদ্ধার করে। পরবর্তী উক্ত ঘটনার কার্যক্রমটি হাইওয়ে পুলিশ পরিচালনা করবে বলে জানান তিনি।

এদিকে স্থানীয়রা দু:খ প্রকাশ করে বলেন, টেকনাফ-কক্সবাজার উড়নি নামক এই প্রধান সড়কটি খুবেই ঝুঁকিপুর্ণ। সড়কের দুপাশ দীর্ঘদিন ধরে ক্ষত-বিক্ষত হয়ে পড়ে আছে। উক্ত এলাকায় প্রায় সময় যাত্রীবাহি গাড়ী ও মালবাহি ট্রাক গুলো দুর্ঘটনার কবলে পড়ে।
এতে অনেক ব্যাক্তির প্রাণহানি হয়ে আসছে।

তাদের দাবী সড়ক কর্তপক্ষ (সওজ) দ্রুত সময়ের মধ্যে সড়কটি পুর্ণ নির্মান না করলে আরো অনেক যাত্রী মারা পড়বে।

আরও খবর