রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে ৯ দুষ্কৃতকারী আটক

 


আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব ও এপিবিএন যৌথ অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে ৯ জন দুষ্কৃতকারীকে আটক করেছে।

গত শুক্রবার (১৬ জুন) রোহিঙ্গা ক্যাম্প-৮ ও ১০ এলাকায় র‌্যাব, ৮ ও ১৬ এপিবিএন যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকৃতরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ এর বাসিন্দা নুর মোহাম্মদের পুত্র মোহাম্মদ রফিক(২৭), আমির আলীর পুত্র মোহাম্মদ রহিম (২২), ক্যাম্প-১০ এলাকার শাবত আলীর পুত্র জিয়াবুল (৩১), শামসুল আলমের পুত্র ওমর ফয়সাল (২৭), সৈয়দ হোসেনের পুত্র মোহাম্মদ ইলিয়াস (৩৮), দিল মোহাম্মদের পুত্র হাফিজ (২৯), মৃত আবুল কাদেরের পুত্র মোঃ জুবায়ের (২৬), মৃত নিজাম উদ্দিনের পুত্র মোঃ রফিক সালাম (৩১), মৃত সিদ্দিকের পুত্র মোঃ আয়াজ (৩৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, আটক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর