রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুন) দুপুরে উখিয়ার পালংখালীর থাইংখালী এলাকার পার্শ্ববর্তী হাকিমপাড়া ক্যাম্প-১৪ এর এ/৪ ব্লকে এ ঘটনা ঘটে।

মৃত শিশু ওই ক্যাম্পের কবির আহমদের পুত্র উমর (০৬)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বৃষ্টির সময় বাসার সামনে খেলতে খেলতে ড্রেনে পড়ে পানির স্রোতে ভেসে যায়। সারাদিন খুঁজেও তার কোনো হদিস পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিস ও সিপিপি ভলান্টিয়ারদের সহযোগিতায় প্রায় একদিন পর ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে একটি ছরা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক বলেন, গতকাল বৃষ্টির সময় এক রোহিঙ্গা শিশু পানিতে ভেসে যায়, পরে সন্ধান করে তাকে পাওয়া যায়নি। আজ ভেসে যাওয়া স্থান থেকে কিছুটা দূরে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, নিখোঁজের প্রায় একদিন পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর