গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফের গহীন পাহাড়ে তিন বন্ধুকে অপহরন করে মুক্তিপণ আদায় পুর্বক হত্যার অন্যতম মাস্টারমাইন্ড মো.ইসমাইল কে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
সে টেকনাফ সদর ইউনিয়ন হাবিরছড়া এলাকার মৃত নুর মোহাম্মদ’র পুত্র।
১৫ জুন (বৃহস্পতিবার) টেকনাফ মডেল থানা পুলিশের একটি দপ গোপন সংবাদের তথ্য অনুযায়ী তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ইসমাইল স্থানীয় শীর্ষ ডাকাত আব্দুল আমিন সহ একদল রোহিঙ্গা সন্ত্রাসী জড়িত হয়ে কক্সবাজার ঈদগাহ উপজেলার বাসিন্দা মো. রুবেল ও তার দুই বন্ধু ইউসুফ এবং ইমরানকে নারীর প্রলোভন দেখিয়ে টেকনাফ এনে অপহরণ করে। পরবর্তী সময়ে তাদের নৃশংসভাবে হত্যা করে।
এরপর গত ১৫ মে পুলিশ ও র্যাব সদস্যরা গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে তিন বন্ধুর ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করেছিল।
উক্ত ঘটনায় পুলিশ অভিযান পরিচালনা করে মাস্টারমাইন্ড ইসমাইলসহ এ পর্যন্ত জড়িত ৬ অপরাধীকে আটক করতে সক্ষম হয়।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, তিন বন্ধু হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতাই নিয়ে আসতে ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে এ পর্যন্ত ৬ জন আসামি আটক করা হয়েছে।
সর্বশেষ আটক উক্ত ঘটনার মাস্টারমাইন্ড মো.ইসমাইল বিজ্ঞ আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক ১৬৪ জবানবন্দী দিয়েছে।
ওসি আরো জানান,ঘটনার পর থেকে জড়িত অপরাধীদের আটক করতে পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। পাশাপাশি উক্ত ঘটনার সাথে জড়িত অপর আসামিদের ধরতে পুলিশ সদস্যদের চলমান অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-