গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমাটিনে ভেসে আসা অর্ধগলিত একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে অজ্ঞাত এই মৃতদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি।
সূত্রে জানা যায়, ১৬ জুন (শুক্রবার) সকালে স্থানীয়রা গভীর সাগর থেকে ভেসে আসা একটি মৃতদেহ দেখতে পেয়ে দ্বীপে কর্মরত পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ সদস্যরা স্থানীয় জনতার সহযোগীতায় উপকুলে ভেসে আসা মৃতদেহটি উদ্ধার করে।
সেন্টমার্টিনের বাসিন্দা মো. হারুন গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন শুক্রবার সকালে জোয়ারের সময় অর্ধগলিত একটি মৃতদেহ উপকুলে ভেসে আসে। মৃতদেহটির পরিচয় জানা যায়নি।
ধারণা করা হচ্ছে অবৈধ ভাবে মালয়েশীয়া পাড়ি জমাতে গিয়ে সমুদ্রের মাঝ খানে যাত্রীবাহি কোনো ট্রলার দূর্ঘটনার কবলে পড়েছিলো।
এদিকে ১৪ জুন (বুধবার) টেকনাফের সাবরাং সাগর উপকুলে ভেসে আসা অর্ধগলিত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। সাগর উপকূলে ভেসে আসা অজ্ঞাত দুটি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হালিম।
এর আগে একই উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পাটুয়ারটেক বীচ এলাকা থেকে মাথা বিহীন অজ্ঞাত আরেকটি লাশ উদ্ধার করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-