কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজার সদরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার খুরুশকুল ইউনিয়নের মধ্যম রাস্তার পাড়ায় এ ঘটনা ঘটে বলে কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।
নিহত ৪০ বছর বয়সি বেলাল হোসেন ওই এলাকার প্রয়াত মো. শাহাব উদ্দীনের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি রফিকুল বলেন, শাহাব উদ্দীন জীবিত থাকা অবস্থায় তার মেজ ছেলে বেলাল আলাদা বসতভিটা কিনে পরিবার নিয়ে বসবাস করতেন। গত বছর শাহাব উদ্দীন মারা গেলে বেলাল তার ভাইদের কাছে পৈত্রিক সূত্রে পাওয়া বসতভিটার মালিকানা দাবি করেন।
“এ নিয়ে বড় ভাই মোস্তাক আহমদের সঙ্গে বেলালের বিরোধ চলছিল। কিছুদিন আগে বেলাল পৈত্রিক সূত্রে পাওয়া বসতভিটার অংশে বেড়া দেন।”
ওসি বলেন, বৃহস্পতিবার দুপুরে বেলাল ওই জমিতে গেলে বড় ভাই মোস্তাকের সঙ্গে ফের বাকবিতণ্ডা শুরু হয়। পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বেলালকে কুপিয়ে আহত করেন মোস্তাক।
স্থানীয়রা বেলালকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেলালের ছোট ভাই মিজানুর রহমান বলেন, “বসতভিটার বিরোধ নিরসনে শুক্রবার বৈঠকের হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই বড় ভাইয়ের আঘাতে মেজ ভাই প্রাণ হারালেন।”
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ওসি রফিকুল বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-