ইমরান আল মাহমুদ:
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের মনখালী বিটে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে উঠা দালান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বনবিভাগ। গতকাল বুধবার(১৪ জুন) বিকেলে মনখালী গর্জনবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মনখালী বিট কর্মকর্তা শিমুল কান্তি নাথ।
জানা যায়, বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে চারিপাশে পলিথিন দিয়ে ঘিরে দালান তৈরি করছিলো সালাহ উদ্দিন নামের এক ব্যক্তি। সে পালংখালী থেকে এসে মনখালী সংরক্ষিত বনভূমিতে বসতি স্থাপন করেছে বলে জানা যায়।
বিষয়টি বিট কর্মকর্তা অবগত হয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেওয়া বিট কর্মকর্তা শিমুল কান্তি বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে সংরক্ষিত বনভূমি তে দালান নির্মাণের খবরে অভিযান পরিচালনা করা হয়। গর্জনবুনিয়া এলাকায় অভিযানে নির্মাণাধীন একটি বাড়ি উচ্ছেদ করা হয়। তাছাড়া সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্মাণ করা বাঁধ ভেঙে পানি চলাচল স্বাভাবিক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-