আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক বীচ এলাকায় একটি গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ইনানীর পাটুয়ারটেক বীচে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর পাঠানো হলে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তাৎক্ষণিক মৃত ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার পরনে কোনো কাপড় ছিলো না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পাটুয়ারটেক বীচ এলাকায় এক যুবকের গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে ইনানীর পুলিশ ফাঁড়ির একটি টিম উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন।
ইনানী পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ শাহাজাহান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় পাওয়া যাইনি। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন ছিল বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-