টেকনাফ অফিস •
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভসংলগ্ন সমুদ্র সৈকত থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।
বুধবার (১৪ জুন) সকালে উপজেলার সাবরাং মুণ্ডার ডেইলসংলগ্ন সমুদ্র সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ওই নারী রোহিঙ্গা হতে পারে। ট্রলারযোগে মালয়েশিয়া বা কোথাও যাওয়ার পথে যেকোনো দুর্ঘটনার কারণে তাকে সাগরে ফেলে দেওয়া হয়েছে। পরে জোয়ারের পানির সঙ্গে তার মরদেহ ভেসে আসে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘বুধবার সকালে সাগরে মরদেহ ভেসে আসার খবরে আমরা ঘটনাস্থলে যাই। অজ্ঞাতপরিচয় মরদেহ সুরতহাল শেষে সিআইডিকে হস্তান্তর করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-