চাঞ্চল্যকর সিক্স মার্ডার মামলার অন্যতম আসামী রোহিঙ্গা যুবক আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর সিক্স মার্ডারসহ ছয়টি হত্যা মামলার অন্যতম আসামীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।এসময় তার কাছ থেকে একটি অবৈধ ওয়াকিটকি সেট জব্দ করা হয়।

আটককৃত হলেন উখিয়ার ১৮নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেব এর ছেলে সাব্বির আহমেদ প্রকাশলালু (৩০)। আটককৃত রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

গত শনিবার(১১জুন)রাতে উখিয়ার১৮নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৯ ব্লকের সামনে এ অভিযান চালানো হয়।

পুলিশ সুত্রে জানা যায়,উখিয়া থানায় ছয়টি হত্যা মামলা,অস্ত্র মামলা সহ আরো একাধিক মামলা রয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহকারী পুলিশ সুপার (ইন্টেলিজেন্স ও মিডিয়া)মোঃ ফারুক আহমেদ সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো বলেন তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল।অবশেষে আমাদের জালে আটকা পড়ে।তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

আরও খবর