টেকনাফে সন্ত্রাসীর ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রবিউল হাসান (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

১০ জুন (শনিবার) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়ন মৌলভী পাড়া এলাকায় উক্ত ঘটনাটি সংঘটিত হয়।

তথ্য নিয়ে জানাযায় একই এলাকার মো.সাইফুল (২২) নামে এক যুবক টাকা লেনাদেনা নিয়ে দুজনের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। উক্ত ঘটনার জের রবিউলকে ছুরিকাঘাত করে সাইফুল।

এদিকে রবিউলের অবস্থা অবনতি দেখে ১১ জুন (রোববার) সকাল ৬টার দিকে থেকে রবিউলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে কর্তব্যরত ডাক্তার। অবশেষে চট্রগ্রামে নেওয়ার পথে রবিউল মৃত্যুর কোলে ঢলে পড়ে।

নিহত যুবক হচ্ছে- টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মৌলভী পাড়া করিম’র পুত্র। আর হত্যাকারী সাইফুল হচ্ছে- একই এলাকার নুরুল হক’র পুত্র।

এবিষয়ে নিহতের ভাই আবদুল্লাহ গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন,
প্রজেক্টের টাকার লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে মৌলভী পাড়া একরাম মার্কেটের সামনে রবিউলকে ছুরিকাঘাত করে সাইফুল পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এরপর চট্টগ্রামে নেয়ার পথে আমার ভাই রবিউল মৃত্যুর কোলে ঢলে পড়ে।
উক্ত ঘটনায় জড়িত সাইফুলসহ ৫ ব্যাক্তির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে উক্ত ঘটনার সাথে জড়িত অপরাধীদের ধরতে পুলিশের সদস্যদের অভিযানিক কার্যক্রম অব্যাহত আছে।

আরও খবর